ভাঙনের কবলে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

3

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ের বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়েছে। দ্রæত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো স্কুলটি। স‚ত্রে জানা যায়, ১৯৭২ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাসহ খেলাধুলায় বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করে আসছে। প্রতিবছর এবিদ্যালয় থেকে মেধানুক্রমে ভাল ফলাফল অর্জনের কারণে বিদ্যালয়টি স্থানীয় এবং জেলা পর্যায়ে সুপরিচিত হয়ে উঠে। অত্র প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৪শ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের পার্শ¦বর্তী এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা খেলতে গিয়ে এ ভাঙন কবলিত এলাকায় পড়ে গিয়ে আহত হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষকে এবিষয়ে অবহিত করা হলেও কোন সুরাহা হয়নি। ধীরে ধীরে বিদ্যালয়ের পার্শ¦বর্তী এলাকা ভেঙে যাওয়ার ফলে হুমকির মুখে পড়েছে পুরো বিদ্যালয়টি। দ্রুত ধারক দেওয়াল ও ভাঙন কবলিত এলাকা ভরাট করা না হলে আগামী বর্ষা মৌসুমে পুরো বিদ্যালয়টি হুমকির মুখে পড়বে। এব্যাপারে কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, প্রায় একশ ফুটেরমত ভাঙন কবলিত এলাকায় প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে, বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া জানান, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখা ও বিভিন্ন খেলাধুলায় জেলা ও উপজেলা পর্যায়ে অবদান রেখে আসছে। বিদ্যালয়ের পার্শ¦বর্তী ভাঙনটি ব্যাপক ভাবে দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রæত ব্যবস্থা না নেওয়া হলে পুরো বিদ্যালয়টি হুমকির পড়বে। এবং শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হবে। আগামী বর্ষা মৌসুমের প‚রবেই এটি মেরামতের ব্যবস্থা নেয়া জরুরি বলে স্কুল অভিভাবক ও শিক্ষার্থীরা মত প্রকাশ করেন।