ভলান্টিয়ার ফেষ্টিভ্যালে ডিইসি’র গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ

12

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের উৎসাহ যোগাতে বিজয়ের মাস ডিসেম্বরে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার অংশ হিসেবে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ভলান্টিয়ার ফেস্টিভ্যাল-২০২২ ও এওয়ার্ড প্রোগ্রাম এর আয়োজন করে। চট্টগ্রামের প্রায় ৪০টি সংগঠন এই আয়োজনে অংশগ্রহণ করে। এর মধ্যে ডিইসি (ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব) সর্বোচ্চ পুরস্কার গোল্ড এওয়ার্ড অর্জন করেছে। এমপ্লয়মেন্ট এবং ইনোভেশনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য এই এওয়ার্ড অর্জন করে ডিইসি। ডিইসির প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিইসির পক্ষ হতে এওয়ার্ড গ্রহণ করে।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো ইসমাইল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সানশাইন এডুকেশনের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস এম আবু তৈয়ব, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। ডিইসি ২০১৩ সাল থেকে যুবদের ক্যারিয়ার, কর্মদক্ষতা, নেতৃত্ব উন্নয়ন, অবহেলিত ও ঝরে পরা শিক্ষার্থীদের স্বাবলম্বীকরণ, আইটি দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন ও নারী নিরাপত্তা সহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। সমাজে পরিবর্তন মূলক অবদান রাখায় ডিইসি ২০১৭ সালে বাংলাদেশের সর্ববৃহৎ যুব পুরস্কার ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড’ লাভ করে। বিজ্ঞপ্তি