‘ব্যর্থতাকে ভয় পাই হারতে ঘৃণা করি’

21

নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে তার পরিসংখ্যান ক্রিকেট মাঠে এখচ্ছত্র আধিপত্যেরই সাক্ষ্য দেয়। তিন ফরম্যাটের ক্রিকেটেই সমান দক্ষ, গড়টাও তাই সব ফরম্যাটে পঞ্চাশের ওপরে।
মাত্র ৩১ বছর বয়সেই করে ফেলেছেন ৭০টি সেঞ্চুরি! যার ফলে প্রায় দেড়শ কোটি ভারতীয়র প্রত্যাশার চাপ সবসময়ই থাকে কোহলির কাঁধে। একইসঙ্গে থাকে তাদের প্রত্যাশা মেটাতে না পারার অপ্রকাশিত ভয়টাও। প্রায় ১১ বছরের ক্যারিয়ারে এমন সময় খুব কমই এসেছে, যেখানে কোহলি পারেননি দল ও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে। তবু এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো ২০১৪ সালের ইংল্যান্ড সফর ও চলতি বছরে ইংল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। দুইবারই ব্যর্থ হয়েছেন কোহলি। নিউজিল্যান্ডকে বাগে পেয়েও সেমিফাইনাল জেতা হয়নি ভারতের। আর বছর পাঁচেক আগে তো ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে সময় কেটেছে কোহলির। এসব ব্যর্থতা কি ছুঁয়ে যায় না তাকে? হতাশ হন না ব্যর্থ হলে? উত্তর দিয়েছেন কোহলি নিজেই। জানিয়েছেন, ব্যর্থতাকে ভয় পান, ঘৃণা করেন হেরে যেতে।