বৌদ্ধ যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিপিটক বিতরণ

9

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, শপথগ্রহণ ও ত্রিপিটক বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গলাচরণ করেন মাস্টার নীলাম্বর বড়ুয়া। বিশিষ্ট আবৃত্তিকার সমুদ্র টিটুর সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সতু বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সম্পাদক তাপস বড়ুয়া। শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রমতোষ বড়ুয়া।
উপস্থিত সুধীজনদের মধ্যে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বিশিষ্ট নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, সাবেক চেয়ারম্যান রূপায়ন বড়ুয়া, জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, সংঘশক্তি প্রকাশনীর সত্বাধিকারী ডা. শুভময় চৌধুরী, জিটিভি ব্যুরো চিফ অনিন্দ্য টিটো, মাহিদুল ইউনিভার্সিটি অব থাইল্যান্ড এর লেকচারার ড. সঞ্জয় বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব এর যুগ্ম সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া, যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি কর আইনজীবী বুলবুল বড়ুয়া, অনুষ্ঠান উদযাপন সচিব অলক বড়ুয়া, রাঙামাটি অঞ্চলের সভাপতি উদয়ন বড়ুয়া, ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক প্রবাল বড়ুয়া, উত্তম কুমার বড়ুয়া প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী সম্মাননা উপকমিটির সচিব শিমুল কান্তি বড়ুয়ার পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদ ও প্রাইজবন্ড প্রদান ও ত্রিপিটক বিতরণ করা হয়।