বোয়ালখালীতে দুই গরু চোরকে গণধোলাই

13

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে অটো-রিকশা করে গরুর বাছুর নিয়ে যাওয়ার সময় দুই চোরকে গণধোলাই দিয়েছেন উত্তেজিত জনতা। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, দুপুর ২টার দিকে গুচ্ছগ্রাম এলাকা থেকে পারভীন আকতারের একটি গরু বাছুর অটো-রিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করলে উত্তেজিত জনতা চোরদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
দুই গরু চোরেরা হল- পটিয়া উপজেলার বাণীগ্রামের মো. জিন্নাহ মিয়ার ছেলে মো. রাসেল (৩৬) ও বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়ার মো. আবুল কালামের ছেলে মো. দিদার (৩৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাসুদ আলম।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে গণধোলাই দিয়েছে জনগণ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।