বোয়ালখালীতে গীতা স্কুলের সভা

12

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ) পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বর্ণ পদক গীতা পাঠ প্রতিযোগিতায় বোয়ালখালীতে অনুষ্ঠিতব্য গীতা স্কুলসমূহের পরিচালক, পৃষ্টপোষক, অভিভাবক, গীতা শিক্ষক, ছাত্র -ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্বর্ণ পদক গীতা পাঠ প্রতিযোগিতার বোয়ালখালী সদস্য সচিব বিপ্লব দাশ বাবু, প্রতিযোগিতার সমন্বয়কারী ও গীতা শিক্ষা প্রচার প্রসারের সংগঠক উজ্জ্বল শুক্ল দাশ, গনপতি দে ,সঞ্জয় চৌধুরী শিপুল বাবন চৌধুরী, বিপ্লব চৌধুরী গীতা প্রশিক্ষক রনি চৌধুরী, মৃনাল পারিয়াল, অজিত দাশ, দীপ দাশ। গীতা স্কুল সমূহে পরিদর্শন কালে,উপজেলা পর্যায়ে যারা নির্বাচিত হয়েছে আগামী ৩১ মার্চ নগরীর ঐতিহ্যবাহী জে এম সেন হলে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাইকে বলা হয়। এতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক গুণাবলী, সততা- উদারতা, কতর্ব্যনিষ্ঠা, সৎসাহস, সংযম, সহনশীলতা, নারীরপ্রতি মর্যাদাবোধ, দেশপ্রেম, সাম্য, অসা¤প্রদায়িকতা ইত্যাদি শিক্ষা গীতায় রয়েছে। তা ধারণ করতে হবে। বিজ্ঞপ্তি