বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের মহোৎসব সম্পন্ন

77

পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রী কালাচাঁদ ঠাকুরের ৩দিনব্যাপী বার্ষিক মহোৎসব ঠাকুরবাড়ী অঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও দুপুর- রাতে প্রসাদ বিতরন। গীতা ও চন্ডী পাঠ করেন শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধনী দিন রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত মহোৎসবের মঞ্চে টানা বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী ও বাউল গবেষক ফকির সাহাবুদ্দিন এবং টিভি-বেতার শিল্পী মোজাহের ইসলাম। ধর্মীয় বিভিন্ন কাহিনীর আলোকে বাউল গান গেয়ে হাজার হাজার দর্শক ও ভক্তবৃন্দকে মুগ্ধ করেন ফকির সাহাবুদ্দিন। এর আগে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মীয় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী অবন্তি আচার্য্য, রিয়া দাশ, সুদীপ্ত দাশ, জয়ন্তী শীল, অপূর্ব দাশ, সেতু ভঞ্জ, অনিক দেবনাথ, সাথী দাশ, দুর্জয় দাশ, কাকলী বিশ্বাস, আরাধ্যা ভঞ্জ, প্রেয়সী তালুকদার, শ্রাবন্তী দাশ, পূজা দাশ, ইমু মল্লিক, তুষ্টি দাশ, ঝুম্পা ঘোষ, চম্পা ঘোষ, মনিষা চৌধুরী, ঐশী দে, লাবণ্য চৌধুরী, ত্রয়ী পাল, শ্রাবণ মল্লিক, অর্পিতা বিশ্বাস, তৃষা ধর, অতশী চৌধুরী, প্রিয়ন্তি আচার্য্য, বিথী চৌধুরী, রচিতা আচার্য্য, শ্রাবণী দে, উর্মি আচার্য্য, সোনিয়া বিশ্বাস, পার্থ আচার্য্য, রয়েল দেবনাথ, উর্মি দে, সঞ্চিতা দে, পুনম তালুকদার, পূজা দে, প্রিয়ন্তী চৌধুরী, অনিতা বিশ্বাস, হিমাদ্রী বড়ুয়া, পুষ্পিতা দাশ, হৈমন্তী ভট্টাচার্য্য, পূজা রুদ্র, জুঁই চক্রবর্তী, কলি সেন গুপ্ত, নোবেল আচার্য্য ও পূজা ভঞ্জ। নৃত্য পরিবেশন করেন বিপ্রহী ভট্টাচার্য্য, কহনা বিশ্বাস ও নন্দিনী আচার্য্য। এছাড়া তিন দিনব্যাপী অনুষ্ঠানে সকাল থেকে রাত অবধি নামসুধা বিতরণে ছিলেন গোপাল জিউ স¤প্রদায়, বিশ্ব বন্ধু সম্প্রদায়, জয় নারায়ন সম্প্রদায়, কাকলী সম্প্রদায় ও শ্রীকৃষ্ণ উদয়ন। বিজ্ঞপ্তি