বীর মুক্তিযোদ্ধা ডা. শামসুদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

23

চট্টগ্রাম শহর মুজিব বাহিনীর প্রধান, সাবেক সাংসদ বিজিসি ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আফসার উদ্দীন আহমেদের বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব ডাক্তার শামসুদ্দিন আহমেদের ৩৪ তম মৃত্যুবার্ষিকী স্মরণে গত ২৯ অক্টোবর সকালে অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতার সন্তান পরিষদের উদ্যোগে মরহুমের কবর জেয়ারত, দোয়া মাহফিল ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। সংগঠনের সভাপতি ও নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে মরহুমের গ্রামের বাড়িতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ওয়াহিদুল আলম শিমুলের সঞ্চালনায়, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, এতে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেজওয়ান, সরফুদ্দিন চৌধুরী রাজু, মরহুমের সুযোগ্য সন্তান আ ন ম মিনহাজ উদ্দিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, আবু তৈয়ব সিদ্দিকী, মোঃ জহির, তাজিব সুলতান, আসাদুজ্জামান খান, আমিনুল ইসলাম বাবু, জুল কারনাঈন মাহমুদ সুমন, আবদুল্লা আল মামুন, নিজাম উদ্দিন সুলতান, ইফতিয়াজ সাইদ সরদার, এরশাদুল আলম, মোঃ বেলাল মিয়া, সরওয়ার খান, মোঃ জাবেদ, মোঃ সাজিত ও অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মরহুমের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।