বিশ্ব সুন্নী আন্দোলনের শোভাযাত্রা ও সমাবেশ

28

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতিঅপরিহর্য্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ হতে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মুসলিম হল প্রাঙ্গন হতে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেল স্টেশন চত্বরে এসে বিশাল সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। শত শত বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ­হজরত ইমাম হায়াতের দিকনির্দেশনায় সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ। ঈদে মেরাজের এ মহান উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির আবেদন জানিয়ে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত¡হীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ। বিজ্ঞপ্তি