বিশ্বতান সংগীত নিকেতনের বর্ষপূর্তি উৎসব

88

“অশুদ্ধ সংগীত শুদ্ধ সংগীতের বাঁধা হয়ে দাঁড়াবে। শুদ্ধ সংগীত চর্চায় বিশ্বতান সংগীত নিকেতন যে চর্চা এবং অগ্রগতি আমরা দেখতে পাই তা অবশ্যই সাধুবাদের দাবিদার। তাই শুদ্ধ সংগীত চর্চায় সকল সংগীতালয়কে আরো মনোয়োগী হতে হবে। না হয় সংগীত চর্চা এবং সংগীতের আসল রূপ বৈচিত্র হারাবে তার নিজ স্বকিয়তা”। গত ১৮ই ডিসেম্বর নগরীর “ত্রিয়েটার ইনস্টিটিউট” ল্যাবরেটারি হলে স্বস্থ্যবিধি মেনে বিশ্বতান সঙ্গীত নিকেতনের ২য় বর্ষপূর্তি উৎসবে বক্তরা উপরোক্ত কথা গুলো বলেন। বিশিষ্ট সমাজ বিজ্ঞানী শিশুসাহিত্যিক ড. সৌরভ শাখাওয়াত সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুব মহিলাগীগের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নন্দিতা দাশ গুপ্ত। কথামালায় অংশ নেন জিন্নাত সুলতানা ঝুমা, রুমকি সেনগুপ্ত, স্বধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী জয়ন্তী লালা, ডা. সন্দীপন দাশ, রিয়াজ ওয়ায়েজ, লায়ন কান্তি চন্দ্র, লায়ন পূরবী কুমার দত্ত সাজু, কথা ৭১ টিভির প্রতিষ্ঠাতা সজল কুমার নাথ, জি.এম. সাইদুর রহমান মিন্টু, সৈয়দ শাহারিয়াত হোসাইন, মানস বিশ্বাস, নন্দিত্ চক্রবর্তী ও সৃগ্ধা আচার্য প্রমূখ।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। এরপর “যুক্ত কর হে সবার সঙ্গে” শীর্ষক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ সাহিত্যকর্মী প্রফেসর রীতা দত্ত। এর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উল্যেখযোগ্য পরিবেশনা ছিল সঙ্গীত, নৃত্য, বৃন্দ অবৃত্তি ও যন্ত্র সংগীত। এসময় উপস্থিত ছিল বিশ্বতান সংগীত নিকেতনের বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সভাপতি, আমন্ত্রীত অতিথি, অভিভাবক ও অতিথি শিল্পীবৃন্দ।