বিশ্বকাপে পাকিস্তানের নতুন গতি দানব!

46

চার বছর আগে লম্বা ছিপছিপে এক কিশোর পেসারকে দেখে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ভবিষ্যতবাণী করেছিলেন, ‘এই ছেলেটা একদিন জাতীয় দলে খেলবে।’ চার বছর বাদে অজি তারকার কথা ফলেছে। তার ভবিষ্যতবাণী করা সেই কিশোর কেবল জাতীয় দলে জায়গাই পায়নি, আছে বিশ্বকাপ দলেও। ১৯ বছর বয়সী মোহাম্মদ হাসনাইন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের জন্য হতে পারে তুরুপের তাসও!
লম্বা, মুখে সবসময় হাসি ধরে রাখা হাসনাইন পাকিস্তানি নির্বাচকদের চমকে দিয়েছেন তার গতি দিয়ে। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) বেগে আগুনে গোলা বের হয়েছিল তার হাত দিয়ে। মাঠে বসে সেই খেলা দেখেছেন স্টিভ ওয়াহ ও তার ছেলে অস্টিন। মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরের হাতে এমন জোর দেখে সেদিন চমকে গিয়েছিলেন ওয়াহ! চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে হাসনাইনের। ৩ ম্যাচে মাত্র ২ উইকেট পেলেও ইংল্যান্ডের মাটিতে চমক দেখাতে পারেন এই ভাবনা থেকে তাকে বিশ্বকাপ দলে নেয়া। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকেরও বিশ্বাস, এবারের বিশ্বকাপে পাকিস্তানের ‘সারপ্রাইজ প্যাকেজ’ হবেন হাসনাইন। জোরের সঙ্গে বল করতে পারার সক্ষমতার কারণে পেসকেই অস্ত্র মানেন হাসনাইন। এই অস্ত্র দিয়েই বিশ্বকাপে মাতাতে চান ১৯ বছর বয়সী পেসার,‘আমি ভীষণ রকম শিহরিত। আমার গতি দিয়েই ব্যাটসম্যানদের কাঁপন ধরাতে চাই। আমি জোরে বল করতে ভালোবাসি, আর এটাই আমার অস্ত্র!’