বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতি ও পেট্রোলপাম্প ওনার্স এসো’র সভা

5

 

চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগ পেট্টোলপাম্প ওনার্স এসোসিয়েশন এবং চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-পক্ষীয় এক যৌথসভা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গত ২৯ অক্টোবর আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগ পেট্টোল পাম্প ওনার্স এসোসিয়শনের সভাপতি মো. আহসানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগ ট্যাংকলরী মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন, মহাসচিব আলহাজ মো. আবু তৈয়ব পাটোয়ারী, সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম মজুমদার, পেট্টোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদা আক্তার মুন্নি, ট্যাংকলরী মালিক সমিতি অর্থ সম্পাদক মো. মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আহমেদ আবদুর রহিম, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব উল্ল্যাহ ভুইয়া (আজাদ), সহ সভাপতি মো. হাসান, প্রচার সম্পাদক মনির আহাম্মদ, আবদুল মন্নান, মো. জসিম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, এস এম আবু তাহের প্রমুখ নেতৃবৃন্দ। সভায় জ্বালানী তেল সরবরাহ সুনিশ্চিত এবং বিপনন ব্যবস্থা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে তিন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তির স্বাক্ষর করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বসম্মতিক্রমে তিন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির কর্মকর্তারা হলেন- মো. আহসানুর রহমান চৌধুরী, সদস্য সচিব আলহাজ্ব আবু তৈয়ব পাটোয়ারী, যুগ্ম আহবায়ক রবিউল মাওলা, সদস্য মো. কামাল উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, মো. আইয়ুব উল্লাহ ভুইয়া আজাদ, মো. জাকির হোসেন।