বিপিএলে আসছেন যুবরাজ

64

বিপিএলের উদ্বোধনী দিনেই সিলেটের মুখোমুখি হবে চট্টগ্রাম। তার আগেই বিপাকে পড়ল দলটি! ক্রিস গেইল ইস্যুতে বেশ চিন্তিত তারা। এরইমধ্যে ক্যারিবিয়ান তারকার আশাও ছেড়ে দিয়েছে বন্দর নগরীর দলটি। আপাতত গেইলের বদলে কাকে আনা যায়, সে পথেই এগোচ্ছে চট্টগ্রাম। যতদূর জানা গেল, যুবরাজ সিংয়ের এজেন্টের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ করেছে চট্টগ্রাম। চেষ্টা করা হচ্ছে ভারতের এই বিগ হিটারকে দলে ভেড়াতে। শেষমেশ তাকে না পেলেও অন্য কোনো হিটার ব্যাটসম্যান আনা যায় কি-না সেটাও ভাবছে চট্টগ্রাম। ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বঙ্গবন্ধু বিপিএলের। এরপর ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যেখানে এবার অংশ নেবে সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।