বিদ্যুৎ বড়ুয়াকে বড়হাতিয়া হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

24

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কর্তৃক দেশের দুঃসময়ে করোনা নামক মহামারী সংকটে অগ্রণী ভূমিকা পালন করায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডা. বিদ্যুৎ বড়ুয়াকে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে খুলশিস্থ বাসভবনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত মতবিনিময় ও সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র -ছাত্রী পরিষদ এর সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ বিন আলম, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট আবদুল্লাহ আল নোমান, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাহার, মিজান, রমিজ, হিমেল, রাশেদ হাসান রহিত, রিয়াদ, জমির, জাকির সহ পরিষদ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংবর্ধনার জবাবে ডাঃ বিদ্যুৎ বড়ুয়া বলেন এ সম্মান আমার নয় এ সম্মান চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্খক্ষীসহ সকলের। উদ্যোগ গ্রহণ আমার হলেও একঝাঁক তরুণ জীবনের ঝুকি নিয়ে যে সাহসী ভূমিকা পালন করেছে তা আগামীদিনের তরুণ প্রজন্মের কাছে চির প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তিনি আরো বলেন মহান মুক্তিযোদ্ধাসহ জাতির সকল সংকটময় মুহুর্তে সবসময় তরুণায় এগিয়ে এসেছে। তাই তরুণদেরকে জাতির আগামীদিনের নেতৃত্বের জন্য এখন থেকে প্রস্তুুতি নিতে হবে।
তিনি বলেন আমাদের মহান শিক্ষা হচ্ছে আমরা মানবিক মানুষ হিসেবে নিজের সামর্থ্যকে জনকল্যাণে উজাড় করে দিব। আর মহৎ উদ্যোগ কখনো বৃথা যায়না। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। একইসাথে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা করোনার কঠিন পরিস্থিতি সামলিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য। তিনি সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। যাতে করে তিনি স্স্থু ও দীর্ঘায়ু হয়ে এ বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ উপহার দিতে পারে। বিজ্ঞপ্তি