বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

19

চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি করে জনদুর্ভোগ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। ব্যবসায়ী, সাধারণ ভোক্তা ও রাজনীতিবিদদের আপত্তি অগ্রাহ্য করে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিদ্যুৎ, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লাগামহীন উর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ সরকারের কাছে জিম্মি হয়ে আছে। তিনি বলেন, অবিলম্বে সরকারকে সকল ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তিনি গত ২৯ ফেব্রূয়ারি কল্যাণ পার্টির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৫ দশমিক ৩ ভাগ। বিদ্যুতের গণশুনানির সময় সব শ্রেণির গ্রাহকের বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করা হয়েছিল। কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি এড. জুহুরুল হক আনছারী, দক্ষিণ জেলা সভাপতি এড. মোজম্মিল হোসেন, দক্ষিণ জেলা সেক্রেটারি ডা. কলিম উল্লাহ, চট্টগ্রাম কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, ইরফানুল হায়দার, কোতোয়ালী সভাপতি জাহেদ আলী, মহানগর সদস্য সাদ্দাম হোসেন সায়মান, ছাত্রবিষয়ক সম্পাদক নজমুল হুদা নিয়াজি প্রমুখ। বিজ্ঞপ্তি