বিদ্যানিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

2

 

বিদ্যানিকেতন ইনস্টিটিউট ও বিদ্যানিকেতন সাংস্কৃতিক পরিষদ আয়োজিত সুরের ভুবনে ইউটিউব চ্যানেল ও সুরের ভুবনে পেইজ চ্যানেলের পরিচালনায় ও পৃষ্ঠপোষকতায় ১লা এপ্রিল নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ ও এ্যাওয়ার্ড বিতরণ সম্পন্ন হলো। এতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সিনিয়র শিক্ষিকা সারা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মহান স্বাধীনতা উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্ত। অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সীতাকুন্ড তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। প্রধান আলোচক ছিলেন বৃহত্তর চট্টগ্রাম প্রাথমিক ডেন্টাল এসোসিয়েশন’র সভাপতি ডা. জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নুরুননেচ্ছা আহমেদ মুক্তা, পরিবহন কর্মকর্তা ট্রাফিক ডিপার্টমেন্ট বন্দরের মো. কামাল হোসেন, সজল দাশ, আসিফ ইকবাল, মিসেস মনি চাকমা। মাস্টার আশীষ কুমার নাথের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মার্গারেট বৈশালী চাকমা, কাকলী দাশগুপ্তা, রিমি সিনহা, কাব্য দাশ, রতœা রানী সিনহা, রতন ঘোষ প্রমুখ।