বিএইচএমএ চান্দগাঁও শাখার জাতীয় শোক দিবসের সভা

37

জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাঁতীয় শোক দিবস উপলক্ষে বি.এইচ.এম.এ চান্দগাঁও থানা শাখার আলোচনা সভা চান্দগাঁও থানার সংগঠনস্থ কার্যালয়ে থনার সভাপতি ডা. সাগর চন্দ্র দেব সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ডা. এস.কে.দেব সজলের সঞ্চালনে গত ৭ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাহোচিপ চান্দগাঁও থানার সভাপতি প্রবীন শিক্ষাবিদ ডাঃ হারাধন দাশ। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠক প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য রাখেন ডা. আশুতোষ নাথ, ডা. শ্যামা প্রসাদ গুপ্ত, ডা. আকরামুল ইসলাম, সন্তোষ ঘোষ ও রতন দাশ গুপ্ত। সভায় বক্তারা বলেন জাতির পিতা জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি শুধু একজন ব্যক্তি নন। একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি বিপ্লব। তিনিই হবেন বাঙালি জাতির মহাকালের মহানায়ক। ইতিহাসে অক্ষয় ধ্রুবতারার মত অ¤øান মহিমায় ভাস্বর হয়ে থাকবেন। বাঙালি জাতির সার্বজনীন ঐক্যের প্রতীক জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে জাতির জীবনে বিভক্তির অব্যক্ত রোপিত হল বেদনাময় আগস্ট।বিজ্ঞপ্তি