‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতনে সবাইকে সচেতন হতে হবে’

33

লামা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আয়োজনে বান্দরবানের লামা উপজেলায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। সভায় আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, সমবায় কর্মকর্তা আয়মন আরা বেগম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম বিশেষ অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সভায় বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক এ কে এম রেজাউল হক। এতে বক্তারা বলেন, বাল্য বিবাহ ও শিশু নির্যাতনে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে সমাজ থেকে বাল্য বিবাহ দূর সম্ভব নয়।