বাবাকে না পেলেও চাকরি পেল সালেহ আহমদের ছেলে

33

নিজস্ব প্রতিবেদক

অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রচন্ড স্রোতের মধ্যে মুরাদপুরের নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্কশপ হেলপার পদের নিয়োগপত্র সাদেকুল্লাহ মহিমের হাতে তুলে দেন মেয়র। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
চসিক সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট ১১০ মিলিমিটার বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তখন মুরাদপুরে প্রধান সড়কের পাশের নালায় পা পিছলে পড়ে যান চকবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালেহ আহমদ। সিসিটিভিতে ধরা পড়া মর্মান্তিক দৃশ্যটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বিভিন্ন সংস্থার লোকজন কয়েকদিন ব্যাপক তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি। এরপর মানবিক কারণে সালেহ আহমদের ছেলেকে চাকরি দেওয়ার ঘোষণা দেন চসিক মেয়র।