বান্দরবানে স্কুল ও কলেজ ছাত্রীরা পাচ্ছে সেইফ স্পেস

5

লামা প্রতিনিধি

পার্বত্য বান্দরবান জেলার ৭টি উপজেলার ১০০টি স্কুল ও কলেজের ছাত্রীরা পাবেন সেইফ স্পেস ও উপকরণ। এরমধ্যে লামা উপজেলার ২৪টি স্কুল ও কলেজের ছাত্রীরাও পাবেন এ সুবিধা। শুধু তাই নয়, এসব ছাত্রীদের মাসিক স্বাস্থ্য সচেতনতার জন্য গঠন করা হবে প্রশিক্ষণ ক্লাবও। সম্প্রতি জেলার লামা প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত এক অবহিতকরণ এবং শিশু ও নারীর প্রতি সহিংসতা কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য জানান, বেসরকারী সংস্থা তহ্জিংডং এর ‘পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যা শিশুদের শিক্ষা-দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের জেন্ডার অফিসার ইতি বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী ও তহ্জিংডং’য়ের এডমিন এন্ড একাউন্টস অফিসার সুভাশীষ মার্মা বিশেষ অতিথি ছিলেন। অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ অংশ গ্রহণ করেন। জেন্ডার অফিসার ইতি বিশ্বাস আরো বলেন, ২০০১ সাল থেকে তহ্জিংডং জেলার ৭টি উপজেলায় বিভিন উন্নয়নমূলক কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় গেøাবাল কানাডা এপিয়ার্সের অর্থায়নে ও ইউএনডিপি’র কার্যকরী সহযোগিতায় ‘পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যা শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণসহ কমিউনিটি লেবেলে সচেতনতামূলক উঠন বৈঠকের পাশাপাশি ঝরেপড়া শিশু ও সহিসংসতার শিকার নারীদের আর্থিক প্রণোদনাসহ আত্মকর্মসংস্থানমূলক কাজে সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে।