বান্দরবানে সাত উপজেলা খাদ্যশষ্য সরববরাহের কার্যক্রমের উদ্বোধন

37

করোনা ভাইরাসে কর্মহীন মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জেলার সাতটি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা শহরের হিলভিউ কনভেনশন হল প্রাঙ্গণ হতে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সাত উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এদিকে পার্বত্য মন্ত্রী বলেন, বান্দরবানের সাত উপজেলা, ২ পৌরসভার, ৩৩ ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে মানবিক সহায়তা পাঠিয়ে দিচ্ছি, পুরো জেলার ১০ হাজার মানুষের জন্য এই মানবিক সহায়তা দেয়া হচ্ছে এবং এর মাধ্যমে করোনা ভাইরাসে কর্মহীন মানুষের জীবনে কিছুটা হলে ও স্বস্তি নেমে আসবে। পার্বত্যমন্ত্রী আরোও বলেন, করোনার সংক্রমণ এড়াতে ঘরবন্দি সব শ্রেণি পেশার মানুষ। এতে বিপাকে পড়েছে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ।কারণ তাদের দিনের আয়ে দিন চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। করোনা মোকাবেলায় শুরু থেকেই শ্রেণি পেশজীবি মানুষের জন্য লড়ে করে যাচ্ছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি। বান্দরবান প্রতিনিধি