বাণী কুমার, অশোক সেনগুপ্ত ও শহীদুল্লাহ কায়সারের স্মরণসভা ২০ জানুয়ারি

74

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রামের উদ্যোগে গত ১৩ জানুয়ারি রবিবার সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, চিত্রশিল্পী কানুরাম দে, সাংবাদিক মো. কামাল হোসেন, কবি আসিফ ইকবাল ও রতন ভট্টাচার্য প্রমুখ। সভায় এক প্রস্তাবে সংগঠনের উদ্যোগে আগামী ২০ জানুয়ারি ২০১৯ রবিবার প্রয়াত বরেণ্য শিল্পী বাণী কুমার চৌধুরী-অশোক সেনগুপ্ত-শহীদুল্লাহ কায়সারের স্মরণসভা কদম মোবারক উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এবং বেতার ও টিভি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। স্মরণসভা উপলক্ষে মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরীকে চেয়ারম্যান, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বোরহান উদ্দিন গিফারী, মোহাম্মদ লিপটন, লায়ন সুজিত দাশ অপু, প্রণব রাজ বড়–য়া, আসিফ ইকবালকে কো-চেয়ারম্যান, সজল দাশকে প্রধান সমন্বয়কারী, কানুরাম দে, নারায়ণ দাশম, রূপম মুৎসুদ্দী টিটু, সালাউদ্দিন লিটন, সুজিত চৌধুরী মিন্টু, মো. কামাল হোসেন, এম. নুরুল হুদা চৌধুরী, হানিফুল ইসলাম চৌধুরী, মো. ছবির আহমদ, শিমুল দত্ত, সমীরন পাল, সোহেল তাজ, সুজন মজুমদার, দোলন সেন, রিংকু নন্দী, রিংকু ভট্টাচার্য, সৈয়দা শাহানা আরা বেগম, রোজী চৌধুরী, শবনম ফেরদৌসী, কাকলী দাশগুপ্তা, ডা: শিউলী চৌধুরী, রতন ঘোষ, রতন ভট্টাচার্য, সুমন চৌধুরীকে সমন্বয়কারী, অচিন্ত্য কুমার দাশকে সদস্য সচিব করে একটি উদ্যাপন কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটি ও উদ্যাপন কমিটির পক্ষ থেকে সবাইকে সবান্ধবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। বিজ্ঞপ্তি