বাণী অর্চনা অনুষ্ঠিত

26

দক্ষিণ কাট্টলী বীণাপাণি সংঘ
মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রচলিত শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষতা থাকলে কাজের সুযোগ বহুলাংশে বেড়ে যায়। তখন আমরা উদ্যোক্তা হয়ে পরিবারকে স্বাবলম্বী করাসহ রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতিতে সামিল হতে পারি। দক্ষিণ কাট্টলী বীণাপাণি সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি ডা. সুমন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল মজুমদারের পরিচালনায় বক্তব্য দেন দেলোয়ার হোসেন দেলু, দেলোয়ার হোসেন সুমন, সুজন সবর্ববিদ্যা, বিভু মজুমদার, বিপ্লব মজুমদার, সজিব খাস্তগীর, রনি মজুমদার, সজিব চৌধুরী, সায়মন চৌধুরী, দীপ্ত খাস্তগীর, প্রিয়ম মজুমদার, স্মরণ চক্রবর্তী, অরিত্র খাস্তগীর, মৌসুমী দস্তিদার প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। পরে অতিথিরা ‘জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর’ গীতিনাট্য উপভোগ করেন।
পরৈকোড়া অগ্রদূত একতা সংঘ
আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষে অগ্রদূত একতা সংঘ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় আশীর্বাদক ছিলেন অ্যাড. তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন কোতোয়ালী থানা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিজয় চক্রবর্ত্তী শাওন। প্রধান অতিথি ছিলেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন পরৈকোড়া হরি মন্দির কার্যকরি পরিষদের সভাপতি রিমন চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন পরৈকোড়া হরি মন্দির কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক হারাধন দাশ, আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক রিটন নাথ। স্বাগত বক্তব্য দেন অগ্রদূত একতা সংঘের মহিলা সম্পাদিকা চিত্রা দাশ। সভাপতিত্ব করেন অগ্রদূত একতা সংঘের সভাপতি তন্ময় দাশ। সঞ্চালনায় ছিলেন একতা সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াল দাশ ও মহিলা সম্পাদিকা ঐশি দাশ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী এবং স্থানীয় শিল্পীরা।
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে নগরীর এনায়েত বাজারের চট্টগ্রাম মহিলা কলেজের বিপরীতে দয়া কুটিরে সরস্বতী পূজা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৬ জানুয়ারি। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন। চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি মনোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিল্লোল সেন (উজ্জ্বল), আওয়ামী লীগ ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, বার্কসন্স গ্রæপের চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, লিভন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এস এফ জামান, চন্দনাইশের রিসতা ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান নুরুল আমজাদ চৌধুরী, পশ্চিম শিকারপুর যুবক সম্মিলনী সমিতির সাধারণ সম্পাদক টিটু তালুকদার এবং ব্যবসায়ী রুবেল মহাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সৈকত ভট্টাচার্য। বিজ্ঞপ্তি