বাঙালির বিপ্লবের ধ্রুুবতারা মাস্টার দা সূর্য সেন

15

ব্রিটিশবিরোধী আন্দোলন, চট্টগ্রাম বিদ্রোহ ও অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টার দা সূর্য সেন’র ফাঁসি দিবসে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। ১২ জানুয়ারি নগরের জেএম সেন হল প্রাঙ্গণে স্থাপিত সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর আঞ্জুমান আরা, কাউন্সিলর তছলিমা বেগম রুবি, নারী নেত্রী নন্দিত দাশগুপ্ত প্রমুখ।
বিশেষ বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অগ্রনায়ক ছিলেন তিনি। শিক্ষক হিসেবে যেমন সুনাম ছিল তেমনি দেশের মানুষের প্রতি প্রবল ভালোবাসা, চরিত্রের বলিষ্ঠতায় ক্রমে আকর্ষণীয় করতো তরুণদের। ক্লাসের ছাত্রদের বলতেন দেশের দুরবস্থার কথা, দেশপ্রেমের কথা, স্বাধীনতার কথা। সূর্য সেন গোপনে স্বাধীনতা সংগ্রামের জমি তৈরি করছিলেন। আজও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাস্টারদাকে স্মরণ করে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। তিনি বাঙালির বিপ্লবের ধ্রæবতারা। বিজ্ঞপ্তি