বাকলিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

24

 

বাকলিয়া ক্ষেতচরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠান গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যেদের অর্থায়নে নির্মিতব্য স্কুল ভবনটির ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হক।
এসময় নুরুল হক বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের ৩৩, ৩৪, ৩৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফর নেচ্ছা দোভাষ বেবি, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার সুশীল, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।
স্কুল কমিটির সভাপতি লায়ন দিলিপ কুমার শীলের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কাজল কান্তি দাশ, বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক, অরুণ কান্তি দাশ, তানিয়া বেগম, সোহেল কুটুম, মো. ইদ্রিস, মাসুদ এলাহী, জলসন ধর নয়ন, স্বপন বিশ^াস, আশোক পাল বাচ্চু, মোহাম্মদ হাবিব, কাজল আচার্য্য ও শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তি