বাইডেন যাওয়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

9

 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার ভোরে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল কর্তৃপক্ষ জানিয়েছে, পিয়ংইয়ং থেকে এক ঘণ্টারও কম দূরত্বের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র মহাকাশে ছোড়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চল ছেড়ে যাওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই সফরে মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়াকে ঠেকানোর প্রতিশ্রæতি জোরালো করতে দেখা গেছে। জাপান নিশ্চিত করেছে বুধবার অন্তত দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন প্রথম ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতা নিয়ে প্রায় তিনশ’ কিলোমিটার পাড়ি দিয়েছে। আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৭৫০ কিলোমিটার পাড়ি দিয়েছে।