বাংলাদেশকে তুলে ধরলো ইডিইউর শিক্ষার্থীরা

6

 

সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহে গড়ে উঠেছে একেকটি অঞ্চল। এমন আটটি অঞ্চলের সংস্কৃতি, বিশেষত্বকে তুলে ধরলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষার্থীরা।‘ডিসকভারিং ডেল্টা’ থিম নিয়ে সাজানো হয়েছে ইডিইউ অ্যাক্সেস অ্যাকাডেমির এবারের কোর্সওয়ার্ক মেরাকি। ফল ২০২১ এর এই কোর্সওয়ার্কে অংশ নিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আটটি দলে ভাগ হয়ে ৮ মৌলিক সাংস্কৃতিক পরিচয় বহনকারী অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে। এগুলো হলো- চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুষ্টিয়া, নোয়াখালি ও বান্দরবান। গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় ইডিইউর খুলশীস্থ ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়, যা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউর শিক্ষার্থীরা কেবল তাত্তি¡ক জ্ঞানে শিক্ষিত হয়ে উঠছে না, একইসাথে মননশীলতা ও সৃষ্টিশীলতার ছোঁয়ায় বিকশিত হচ্ছে। ‘মেরাকি’ শব্দটি গ্রিক, যার অর্থ ভালোবেসে কাজ করা। শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাÐে জড়ানো এবং এসব কাজের প্রতি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা এর অন্যতম লক্ষ্য। প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীদের উন্নতি ও মেধা যাচাইয়ে অনুষ্ঠিত হচ্ছে এই কোর্সওয়ার্কগুলো। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ করার প্রবণতা ও নেতৃত্ব তৈরি করাও এর লক্ষ্য। এতে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে প্রফেসর ড. নাজিম উদ্দিন, প্রফেসর ড. রকিবুল কবির, শহিদুল ইসলাম চৌধুরীসহ ফ্যাকাল্টি মেম্বার, অ্যাক্সেস অ্যাকাডেমির ইনস্ট্রাকটর ও কর্মকর্তাবৃন্দ।