বলুয়ারদীঘি পাড় জগদ্ধাত্রী পূজায় ধর্মসম্মেলন

34

নগরীর কোরবানীগঞ্জ বলুয়ারদিঘী পাড় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ধর্মসম্মেলন গত ২২ নভেম্বর সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ব মহামারী কোভিড-১৯ এর প্রভাবে নিহতদের আত্মার শান্তি কামনায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী। উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট অমল দাশ। আশীর্বাদক ছিলেন শিক্ষানুরাগী ও ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ। প্রধান বক্তা ছিলেন জহরলাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক, চসিক প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী রুমকি সেনগুপ্ত, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. রফিকুল আলম বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, মহিলা সম্পাদিকা প্রীতি দাশ, কৃষ্ণ কুমার দে, সঞ্জয় দাশ প্রমুখ। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী খোকন চৌধুরী বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই অসা¤প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা ও সমাজের বিশৃঙ্খলা দূর করা সম্ভব।