বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট সম্পন্ন

43

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকাল ফাইনাল অনুষ্ঠিত হয়। গত ২১ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে চট্টগ্রাম শহরের ১২টি একাডেমির টিম নিয়ে টুর্নামেন্টটি রাউন্ড ভিত্তিক, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্তি হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ও মিলিনিয়াম μিকেট একাডেমি। টস হেরে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতে সক্ষম হয়। এতে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ৩৬ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের ফাহিম ৫৫ বলে ৫৮ রান নেওয়ার সুবাদে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় মিলিনিয়াম ক্রিকেট একাডেমির আরাফ। উক্ত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাইজিং স্টার ক্লাব কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য এস.এম হুমায়ুন কবির, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান ও সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসান। বিজ্ঞপ্তি