‘বঙ্গবন্ধুর সাধনাই ছিলো বাঙালির জন্য নিজেকে উৎসর্গ করা’

64

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বাঙালির মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করাই ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধনা। তাঁর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করলে জানা যায়, কী অসীম সাহসী ছিলেন তিনি, কতোটা বাঙালিপ্রেমী ছিলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘোষিত দেশের বিভিন্ন স্থানে শত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় স¤প্রতি চবি উপাচার্য দপ্তরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, কাতার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া।
উপস্থিত ছিলেন বায়েজিদ থানা নির্মূল কমিটি সভাপতি মুক্তিযোদ্ধা মো. মঈনুদ্দীন, নির্মূল কমিটি জেলা নেতা অলিদ চৌধুরী, আবু সাদাত মো. সায়েম, প্রফেসর বকুল চন্দ্র চাকমা, ড. হাসান খালেদ রউফ, ড. মো. ইকবাল শাহীন খান, ড. মো. শাহীদুর রহমান, ড. এম শফিকুল আলম, ড. মো. হেলাল উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, ড. মোহাম্মদ কামরুল হুদা, ড. সনজীব কুমার ঘোষ, ড. মনির উদ্দিন, ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. মোহাম্মদ হারুণ-উর-রশীদ, ড. মো. নুরে আলম, ড. মো. হানিফ সিদ্দিকী, ড. খালেদ মিসবাহুজ্জামান, প্রফেসর ড. এ কে এম মঈনুল হক মিয়াজী, ড. লায়লা খালেদা, ড. মো. আবুল কাশেম, ড. মো. বশির আহম্মদ, পারভীন সুলতানা, গিয়াস উদ্দিন আহমেদ, আনিসুল আলম, মো. মুজিবুর হোসেন, মোহাম্মদ হোসেন, মো. ফরিদুল আলম চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিনের হাতে প্রতীকী তিনটি ফলদ বৃক্ষের চারা তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি