বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে

93

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমাদের ইতিহাসে ১০ জানুয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। বাংলাদেশের বিজয় অর্জনের পর বঙ্গবন্ধুর অনুপস্থিতির কারনে যে অসম্পূর্ণতা বিরাজ করছিল, বিশ্ব জনমতের চাপে পড়ে ৭২ এর ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার হতে তার মুক্তিলাভ ও ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের ফলে তার পূর্ণতা পায়। তিনি ফিরে আসায় জাতীয় ঐক্য মজবুত হয়। বিদেশী রাষ্ট্রসমূহ একে একে বাংলাদেশকে স্বীকৃতি দান করে। বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্বের উজ্জ্বলতায় বিশ্ব নেতৃত্ব মোহিত হয়ে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে অবিচ্ছেদ্য অংশ হিসাবে মেনে নেয়। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়ে, স্মশানে পরিণত যুদ্ধবিদ্ধস্ত দেশকে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবার ঘোষণা দেন। এর ফলে তিনি সাম্রাজ্যবাদের চক্ষুশুলে পরিনত হন। বিশ্ব রাজনীতির বাস্তবতায় তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা স্বাধীনতার চেতনায়, অসাম্প্রদায়িক, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তার দীর্ঘমেয়াদী কর্মকান্ড জনগনের কাছে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হওয়ায় আগামী ৫ বছরের জন্য পুনরায় ম্যান্ডেট লাভ করেছে। শেখ হাসিনার লাখো কর্মীর ঐক্যই এই বিজয়কে সহজ করেছে। আগামীতেও এই ঐক্যই শেখ হাসিনার সফলতাকে সহজ করে তুলবে। গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় আন্দকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি হাবিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম চৌধুরী, আইন সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন সম্পাদক এড: মুজিবুল হক, স্বাস্থ্য সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল আলম, দেবব্রত দাশ, সৈয়দ জামাল আহমদ, চেয়ারম্যান নাছির আহমদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান সিবলী, শাহিদা আক্তার জাহান, আবু সৈয়দ, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা ফেরদৌস, সঞ্চিতা বড়ুয়া, দিলরুবা চৌধুরী, তিষান সেনগুপ্ত, রোকসানা আক্তার সুখী, দীপু সেন, সুলতানা জাহিদা কনা, স্বপন সেন, মনির উদ্দিন, আবু তাহের, রফিক তালুকদার, আবদুল মান্নান, এহেসানুল হক, হারুনুর রশিদ চৌধুরী নেভী, আবদুল মোনাফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা :
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ১০ জানুয়ারি ২০১৯ ইং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেলের সভাপতিত্বে ও মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর সহধর্মিণী বেগম সামশুন্নাহার হক। বিশেষ অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস ও বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলু, এডভোকেট ওবায়দুল হক কায়েস, আবদুল শুক্কুর, গোলাম নবী, সৈয়দ আহমদ, সৈয়দ জাফর, বীর মুক্তিযোদ্ধার সন্তান শরফদ্দিন চৌধুরী রাজ ,কাজী রাজিশ ইমরান, সাজ্জাদ হোসেন, কামরুল হুদা পাভেল, মেজবাহ উদ্দিন আজাদ, ফরিদ উদ্দিন, জয়নাল আবেদীন, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, মোফাচ্ছেল হোসেন চৌধুরী মানিক, মোশারফ হোসেন, সৈকত চক্রবর্তী, সৈয়দ ওমর আলী, মঈনুল আলম সৌরভ, মো. জামাল উদ্দিন, মো. শফিকুল মনি, মিস লিমা, পপি আক্তার, সামির রহমান, ফিরোজ আলম, মো. ইমরান হোসেন, ওয়াসিফুল হক চৌধুরী কৌশিক, মো. কাওসার উদ্দিন চৌধুরী, আবদুস সালাম বাবলু, আরাফাত আল ইমাম, জুবায়ের ইমাম রাকিব, সাইফুল ইসলাম সংগ্রাম, রবিউল হোসেন, মনির হোসেন বিজয় প্রমুখ। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ :
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্প্রতি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে তাঁর চশমা হিলস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ১৬ ডিসেম্বর দেশ হানাদার মুক্ত হলেও হাহাকার ছিল বঙ্গবন্ধু কখন মৃত্যুকূপ থেকে ফিরে আসবেন। তিনি এসেছিলেন এই দিনে, তার আগে নয়া দিল্লীতে আমাদের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ইন্দিরাগান্ধীকে বলেছিলেন আপনার সেনাবাহিনীকে ফিরিয়ে নেবেন কিনা।’ সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু তাঁর শহীদ পরিবারবর্গ এবং সকল শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রয়াত জননেতা চট্টলবীর এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র সুযোগ্য সন্তান বিপুল ভোটে বিজয়ী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী নিযুক্ত করায় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহ এবং সংসদীয় এলাকার সকল স্তরের জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন।
নারী নেত্রী হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী আনজী, সহ সভাপতি বিলকিছ কলিমউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, মালেকা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলী, হুরে আরা বিউটি, আয়শা আলম চৌধুরী, নাজম মাওলা, মনোয়ারা বাহাদুর, শিমলা দাশ, আয়েশা আক্তার পান্না, মমতাজ বেগম, রুবি আক্তার, বিলকিছ আলম, সোনিয়া ইদ্রিস প্রমুখ।
বিজয় ৭১ :
গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার বিজয়’৭১ এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোজাফফর আহমদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিজয়’৭১’র সভাপতি নাট্যজন সজল চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাধীন দেশ গড়ার কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি ধ্বংসযজ্ঞ থেকে গড়ে তুলেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সংগঠনের কার্যকরী সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি এড. নীলু কান্তি দাশ নীলমণি, সাবেক সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, স.ম জিয়াউর রহমান, বরুন কুমার আচার্য বলাই, শিক্ষিকা নীলা বোস, রাজীব চক্রবর্ত্তী, অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, ডা: মো: আইয়েজ, ডা: বেলাল হোসেন, আদমজী চৌধুরী, ডাঃ সুভাষ চন্দ্র সেন, বোরহান উদ্দিন গিফারী, ডাঃ এস কে পাল সুজন, ডা: এস এম কামরুজ্জামান, মিলন কান্তি দেবনাথ, সুরেশ কান্তি দাশ, মোস্তাফিজুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার আবদুল লতিফ প্রমুখ।
কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ চট্টগ্রাম অঞ্চল
বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (পশ্চিম) উপ-মহাব্যবস্থাপক খালেদ হোসেন বলেন, উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিটি কর্মকর্তা কর্মচারীবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পাদনের জন্য এগিয়ে আসবে। গত ১০ জানুয়ারি বাদ যোহর হতে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ষোল শহরস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক ভবনের মিলনায়তনে বিকেবি কর্মচারী ইউনিয়ন এর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও কর্মচারী ইউনিয়ন সিবিএ’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহব্বান জানান। সিবিএ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ম্যানেজমেন্ট পার্টিসিপেশন কমিটির সদস্য মোঃ আকবর হোসেন’র সভাপতিত্বে ও সংগঠনের আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ ফয়জুল মামুন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম পূর্ব’র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (চলতি দায়িত্বে) ফজলুল হক। এতে আরো বক্তব্য রাখেন, বিকেবি সিবিএ এর চট্টগ্রাম পূর্ব’র সভাপতি মোঃ নজরুল ইসলাম, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ গোরফান, জাহাঙ্গীর আলম, অতিরিক্ত আঞ্চলিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সহ-সম্পাদক মোঃ বেলাল হোসেন, পটিয়া অঞ্চলের সম্পাদক মোঃ বেলাল প্রমুখ। অনুষ্ঠানে জাতির জনক সহ ৭১’র সকল শহীদ ও কৃষি ব্যাংকের প্রয়াতঃ কর্মকর্তা কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন কৃষি ব্যাংক মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জসিম উদ্দিন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম :
গত ১০ জানুয়ারি বিকালে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আাহবায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল আলম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন মাতৃভমিতে ফিরে আসার পূর্বে দিল্লীতে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্ধিরা গান্ধীকে বলেছেন অবিলম্বে মিত্র বাহিনীকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। এর মাধ্যমে তিনি প্রমান করেছেন দেশের প্রতি তাঁর দৃঢ় মনোবল। বিশ্বের ইতিহাসে মিত্র বাহিনীকে দ্রুত ফিরিয়ে আনার দৃষ্টান্ত খুবই বিরল।
সভায় বক্তব্য দেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. ছুরত জামাল, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, সিনিয়র আইনজীবী এম.এ.নাসের চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, সৈয়দ মোক্তার আহাম্মদ, তুষার সিংহ হাজারী, নাজমুল হক, আইয়ুব খান, কাজী ছানোয়ার আহমেদ লাভলু, কেশব চন্দ্র নাথ, প্রনব মজুমদার, মো. নোমান চৌধুরী, অনুপম চক্রবর্ত্তী, দিদারুল আলম, আনোয়ার হোসেন আজাদ, তসলিম উদ্দিন, তপন কুমার দাশ মোহাম্মদ ইকবাল হোসেন, টি.আর খান, পাপড়ী সুলতানা, কামেলা খানম রুপা, জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা, আর.কে আচার্য, সমিতির নির্বাহী সদস্যা সেলিনা আকতার, ফারহানা রবিউল লিজা প্রমুখ। আলোচনা সভার শুরুতে সংগীত পরিবেশন করেন সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে দুলাল চন্দ্র দেবনাথ, সুচিত্রা লালা মুন্নী, মো. কাইছার উদ্দিন, রিগ্যান বড়–য়া, সুব্রত শীল রাজু, অর্পিতা প্রমুখ।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ :
পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সনের ১০ জানুয়ারি স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তন করেন। জাতির পিতা স্বদেশে ফিরে আসার দিনটি স্মরণে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার, দুপুরে নগরীর কে বি আমান আলী রোড ফুলতল মেরন সান স্কুল এন্ড কলেজে ‘বঙ্গবন্ধু জানো’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘বঙ্গবন্ধু জানো’ শীর্ষক একটি প্রবন্ধ শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী।
প্রধান আলোচন ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক কমিশনার ও মো. শহীদুল আলম, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসাইন, মহানগর আওয়ামী যুুবলীগের নেতা সাহেদুল ইসলাম সাহেদ, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবদুর রহমান মামুন, যুবলীগ নেতা এস.এম. সামাদ, ছাত্রনেতা মো. সোহেল, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন গিফারী, উচ্ছ্বাস-এর সভাপতি মো. আজিম উদ্দিন, ছাত্রনেতা ওমর রায়হান, সানজীদ, আনিসুল ইসলাম, আবদুল গাফ্ফার খান সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের হাতে শেখ হাসিনার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবার দমন এবং আলেম ওলামার কর্মসংস্থান বিষয়ক একটি বই তুলে দেয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলছেন তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাংলায় ইতিহাস গড়েছেন তার কন্যা। মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবন পণ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ, চট্টগ্রাম :
বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে ১০ জানুয়ারি ’১৯ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কয়ার কেন্দ্রিয় কার্যালয়ে বিকেল ৪টায় রোজী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব। বক্তব্য দেন কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বনিক, সুজিত দাশ আপু, প্রণব রাজ বড়ুয়া, সাংবাদিক প্রশান্ত বড়ুয়া, মমতা চক্রবর্ত্তী, শারমিন আক্তার, এম.এ হাশেম, আফরোজা ফারিয়া, রাজনীতিক স্বপন সেন, মো. তিতাস প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তাগণ বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে বিজয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায়। বিজ্ঞপ্তি