বঙ্গবন্ধুর আদর্শিক দেশপ্রেম অনন্তকাল প্রেরণা যোগাবে

47

জাতীয় মহিলা সংস্থা :
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান গত ২৬ বিকেল ৫টার সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি হাসিনা মান্নানের সভাপতিত্বে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের নির্বাহী পরিচালক শাহানা পারভীনের পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ সংস্থার সদস্য তপতী সেনগুপ্তা, এড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আক্তার নিশু। উপস্থিত ছিলেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের জেলা কর্মকর্তা জহিরুল ইসলাম, নাঈম পারভেজ, রুশ্নী আক্তার, অবকাশ চাকমা, ইকবাল হোসেন, শাহদাত হোসেন, আবদুল করিম, মুরাদ, জাহানারা পারভীন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ হাবিব উল্লাহ। সভার সভাপতি সাবেক এম.পি হাসিনা মান্নান বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ। বাঙালি হৃদয়ের বঙ্গবন্ধু এক আলোকিত নাম। যার মহান নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। মহাকালের নায়ক বঙ্গবন্ধুকে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে যেমন উন্নত করতে পারব তেমনি দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া কামনা করেন সকলের নিকট।
বায়েজিদ থানা নির্মূল কমিটি :
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, সংগ্রাম, আন্দোলন আর স্বাধীনতার প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা না করে প্রতিক্রিয়াশীল শক্তি বাংলার মাটিতে দাঁড়াতে পারছিল না বলেই পঁচাত্তরের পনেরই আগস্টের নির্মম, নিষ্ঠুর হত্যাযজ্ঞ। বঙ্গবন্ধু জীবনব্যাপী যে সব আদর্শকে লালন-পোষণ করেছেন তাঁর মৃত্যুতে সে সব আদর্শকে দৃশ্যপট থেকে অপসারণ করা যাবে এমন চিন্তা করেই ওরা কাজ করেছে। জনক হত্যার ৪৪ বছর পর আমরা দেখি জীবিত মুজিবের চেয়ে মৃত্যুঞ্জয় মুজিবের চেতনা অনেক বেশী শক্তিশালী, অজেয়।
সংগঠনের জেলা সহ-সভাপতি ও বায়েজিদ থানা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা-রাজনীতিক মোহাম্মদ মইনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাহেরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল­াহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক রুবা আহসান, সহ-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন।
গতকাল ২৬ আগস্ট নগরীর অক্সিজেনের নয়াহাটস্থ অনন্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-জেলা নেতা আব্দুল কাদের, মোহাম্মদ আলমগীর, আখতার হোসেন, মোহাম্মদ হাসান, শিক্ষক দেলোয়ার হোসেন, আকবর আলী সুমন, শিমুল কান্তি দাশ, আবু তৈয়ব সোহেল, কাজি রোকনোজ্জামান রোকন, তৌহিদুল আলম টুটুল, আবদুল মোতালেব প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী লীগ :
বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব এর ৪৪ তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভাদোস্ত বিলিংস্থ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ২৫ আগষ্ট বিকালে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। প্রধান আলোচক মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এহছানুল আজিম লিটন বলেন, এবারের সংগ্রাম বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান ও স্বাধীনতার সুফল চট্টগ্রাম উত্তর জেলার ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়ার সংগ্রাম। বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন পরিষদের আহবায়ক উত্তম শর্মার সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব লায়ন রূপক কান্তি দেব অপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মার্শেল কবির পান্নু, কামাল পাশা, মাহাবুবুর রহমান, ডা. আবু হানিফ, সুমন কুমার দে, আমজাদ হোসেন মিলন, জুনাইয়েদ আহমেদ রাসেল, হারুনর রশিদ, আলমগীর আজাদ, ফেরদৌস আলম, মো. জুয়েল,আমান উল্লাহ কোরাইশী, ইমন সরকার, সুরঞ্জিত ধর প্রমূখ। সভার শুরুতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা শেষে শোক র‌্যালী দোস্ত বিল্ডিং থেতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
চসিক রাজস্ব বিভাগ সার্কেল-৪ :
চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগ সার্কেল-৪ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শোক সভা আজ সোমবার সকালে চসিক রাজস্ব সার্কেল-৪ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ৩১ নং আলকরন ওয়াড কাউন্সিলর তারেক রহমান সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম। কর কর্মকর্তা আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান, আজিজ আহমেদ চৌধুরী, নুরুল আলম, আজিজুল হক চৌধুরী, শহিদুল আলম, রাজিব চৌধুরী, আকতার হোসেন, জিসু কুমার নাথ, প্রদীপ বড়ুয়া, ফজলুল হক, মোহাম্মদ মহসিন সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তারেক রহমান সেলিম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহন না করলে বাঙালির স্বপ্ন ও অধিকার কোন দিন পূরণ হতো না ।
জাতীয় শ্রমিক লীগ যমুনা অয়েল কোম্পানি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গত বুধবার জাতীয় শ্রমিক লীগ যমুনা অয়েল কোম্পানি শাখার উদ্যোগে যমুনা টার্মিনাল অফিস হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় শ্রমিক লীগ যমুনা অয়েল কোম্পানি শাখার সভাপতি মো. কাসেম মোল্লা সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শফর আলী, প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর অঞ্চলের সভাপতি মো. ইউনুছ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের (সিবিএ)’র সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব। উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম (অপারেশন) ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন ও সিবিএ’র নেতৃবৃন্দসহ টার্মিনাল অফিসের সকল কর্মকর্তা ও শ্রমিক কর্মচারিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি