ফুটবল রেফারিজ এসোসিয়েশন নির্বাচন মঞ্জু-মিরন-বিশ্বজিৎ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

15

 

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে ফিরছেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন। এসোসিয়েশনের নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তাতে প্রধান হিসাবে ছিলেন এসোসিয়েশনের আজীবন সদস্য মো. তাহের আহমেদ এবং দু’জন সদস্য ছিলেন রুবেল কুমার দে ও মো. ইসহাক। কমিশন ২৪ ডিসেম্বর তফশিল ঘোষণা করে ৩০ ও ৩১ ডিসেম্বর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ২৯ ডিসেম্বর মঞ্জু-মিরন ও বিশ্বজিৎ প্যানেল মনোনয়ন পত্র ক্রয় করে। বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাইয়ের পর ৫ জানুয়ারি নির্বাচন কমিশন প্রত্যেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কিন্তু ১৪ পদের নির্বাচনে কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার প্রাথমিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে দুটি মনোনয়ন ক্রয় করা হলেও নির্ধারিত দিনে জমা পড়ে একটি।
এখানে উল্লেখ্য, ১৪ জানুয়ারি চট্টগ্রাম ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঞ্জু-মিরণ ও বিশ্বজিৎ প্যানেলের প্রাথমিকভাবে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ও দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, দপ্তর সম্পাদক এ এম এম সৈকত, সদস্য ফরহাদ হোসেন চৌধুরী, শামসুল আলম, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলম, আবদুল করিম, দিদারুল আলম, সাইদুল হক, তৈয়ব আলী, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন বাবর, সাইফুল আজম ও নুরুল আবসার। বিজ্ঞপ্তি