ফুটপাত দখল করায় ৪৫ হাজার টাকা জরিমানা

2

নিজস্ব প্রতিবেদক

ফুটপাত দখল ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ১৫ ব্যক্তির কাছ থেকে ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাক্মার নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নগরীর স্টিল মিল বাজার থেকে কাটগড় এলাকার রাস্তা ও ফুটপাতের জায়গা অবৈধ দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় সর্ব সাধারণের চলাচলের রাস্তা ফুটপাত ও নালার জায়গায় দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ জন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করেন।