ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন এর বার্ষিক সাধারণ সভা

20

 

চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন এর ১৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল দুপুর দুইটায় বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা), ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মো. জাফর আলম এর সভাপতিত্বে ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহবুবল হক খান এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল উন্নয়ন কর্মকান্ডে সব সময় সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকীয় প্রতিবেদন ও ফাউন্ডেশনের সার্বিক অবস্থার বিবরণ নিয়ে বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি, অটিজম বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি বিভাগের ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবুল হোছাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপসচিব মো. নওয়াব আসলাম হাবিব। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ইদ্রিস আলি, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আলম, প্রফেসর জামাল উদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন, শামিম আরা মামুন (দিনা), এ কে খান ফাউন্ডেশনের এমরান, প্রিন্সিপাল রেহানা রিফাত চৌধুরী, মাজাহারুল হক, চৌধুরী নাঈম রহমান, নাসিমা রহমান প্রমুখ এবং ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী শিক্ষকমÐলী।
সভায় জেলা প্রশাসককে প্রেসিডেন্ট এবং যথাক্রমে মো. জাফর আলম ও মাহাবুবুল হক খানকে ভাইস প্রেসিডেন্ট এবং ডা. ফাহমিদা ইসলাম চৌধুরীকে জেনারেল সেক্রেটারি নির্বাচনের মাধ্যমে তিন বছরের জন্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি