ফলমন্ডিতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

5

 

গত ১৯ অক্টোবর ২১ মঙ্গলবার বাদে মাগরিব নগরীর স্টেশন রোডস্থ ফলমন্ডিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদ্যাপন উপলক্ষে রাসুল পাক (দ.) উদ্যাপন করার নিমিত্তে রাসুলে পাক (দ:) সর্বোচ্চ মোযেয়া পবিত্র খত্মে বোখারী শরীফের অনুষ্ঠান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত খত্মে বোখারী শরীফে মেহমান হিসেবে উপস্থিত ছিলন ছোবহানীয়া আলীয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নীয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, মাওলানা সোলায়মান আনসারী, আনোয়ারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তৌহিদুল আলম, আল আমিন বারীয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আমীর ভান্ডার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা কুতুব উদ্দিন আল আমিরী, আলহাজ্ব মুহাম্মদ ইয়াকুব মাস্তান, মাওলানা ফরিদুল আলম রেজভী প্রমুখ। খত্মে বোখারী শরীফের অনুষ্ঠানে কাজী মঈনুদ্দীন আশরাফী বলেন-গাউছে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) নামানুসারে প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্মের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ধর্মভীরু আরিফ হোসেন আরিফ যে আজ রাসুলে পাক (দ:) আগমনের এসময়ে শুভ হালখাতা অনুষ্ঠানে খত্মে বোখারী শরীফের যে মহান আয়োজন করে অশেষ সওয়াবের ভাগী হয়েছে তা আমাদেরকে সওয়াবের অংশীদার করেছেন। এ মহান খত্মে বোখারীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে উভয় জাহানের কামিয়াবী হাসিল করেন মহান রাব্বুল আলামীনের কাছে এ প্রার্থনা করছি। আজ সারাবিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত হচ্ছে চট্টগ্রামে ও বিশ্বের সর্ববৃহৎ জুলুছ হচ্ছে। এতে সর্বস্তরের মুসলমান অংশ গ্রহণ করে নবী প্রেমের যে নিদর্শন প্রকাশ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এধরণের মহৎ অনুষ্ঠান যেন সব সময় সকল নবী প্রেমিক করতে পারে তার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি। পরিশেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফলতা কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি