ফটিকছড়িতে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও বালু উত্তোলন

32

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় শামশুল আলম প্রকাশ লুসাইয়া নামে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবরে স্থানীয় বাসিন্দা নুরুল আলম লিখিত অভিযোগ করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বালু উত্তোলন বন্ধে এখনো পর্যন্ত আইনগত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। অপরদিকে, লিখিত অভিযোগ করায় অভিযোগকারীকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকী দিচ্ছে বালু ব্যবসায়ী ও তার সাঙ্গ-পাঙ্গরা। লিখিত অভিযোগে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের গোয়াস ফকির বাড়ী সংলগ্ন ধুরুং খালের পূর্বপাড়ে শামশুল আলম প্রকাশ লুসাইয়া তার পরিবারের লোকজনকে নিয়ে বালু উত্তোলনসহ একাধিক অবৈধ স্থাপনা নির্মান করেছে। সেখানে রাত-দিন ইয়াবা, মদ, গাজার ব্যবসা চলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে উক্ত এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশ লুসাইয়ার পুত্র মাদক ব্যবসায়ী আজগর আলীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে উল্লেখিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জানে আলম বলেন, অভিযোগ কিছুটা সত্য। বালু উত্তোলনের ব্যাপারে আমরা শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।