ফকির লালন সাঁই স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

5

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আধ্যাতিœক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, মহাতœা ফকির লালন সাঁই’র ১৩১তম তিরোধান দিবস স্মরণে ‘ধর্ম-কুল-গোত্র জাতির তুলবেনা গো কেহ জিগির’ শীর্ষক সোমবারের সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন আগরতলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন, কলকাতার সঙ্গীত শিল্পী অর্পনা চৌধুরী, কুষ্টিয়ার বিশিষ্ট লেখক সাংবাদিক হামিদুল আজম,অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, সঙ্গীতশিল্পী কাকলী দাশগুপ্তা, শিক্ষাবিদ হুমায়ুন কবির, অমর নাথ, কবি সঞ্চয় কুমার দাশ, কবি চয়ন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, কবি সজল দাশ, সঙ্গীতশিল্পী অশেষ দাশগুপ্ত, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, ছাত্রনেতা এম মঞ্জুর আলম, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন অসা¤প্রদায়িকতার মূর্তপ্রতীক মহাত্মা লালন।লালন একটি আদর্শ।লালন মানবতার দর্শন। অসা¤প্রদায়িক চেতনার প্রোজ্জ্বল দীপশিখা। লালন অনুশীলন অনুধ্যান সমাজ ও রাষ্ট্রকে করবে পরিশুদ্ধ পরিশীলিত এবং স্থিতিশীল। মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ার মারকোচ লালনে প্রোথিত। লালনের গান জীবসত্তার সাথে পরমসত্তার সেতুবন্ধন। অসা¤প্রদায়িক সোনার বাংলা বিনির্মানে মনোযোগী হই লালন চর্চায়।