প্রিয় বাংলাদেশের উদ্যোগে পথশিশুদের খাবার বিতরণ

67

বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে সামজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ কর্তৃক নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায়, হতদরিদ্র, ক্ষুধার্থ পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় শতাধিক ক্ষুধার্তদের মাঝে খাবার প্রদান করা হয়। প্রিয় বাংলাদেশের বিশেষ শাখা ফুড ফোর্সের সদস্যরা এতে উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেন। খাবার বিতরণ চট্টগ্রাম উদ্বোধন করেন প্রিয় বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জাফর ইকবাল। এসময় তিনি বলেন বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রিয় বাংলাদেশের এমন ব্যতিক্রমী কার্যক্রম সত্যি প্রশংসার দাবি রাখে। আমাদের সমাজের স্বচ্ছল মানুষ গুলো যদি এসব অনাহারী মানুষের পাশে দাঁড়ায় তবে বাংলাদেশ বিশ্বের কোথাও কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না। আগ্রাবাদস্থ কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় বাংলাদেশের বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নেওয়া কর্মসুচি সমাপ্ত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন প্রিয় বাংলাদেশ এডমিন লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী মাসুদ, লায়ন শাহাজাহান, আব্দুল আলিম রানা, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সদস্য লায়ন জাহেদুল করিম, নারী বিষয়ক শাখার প্রধান সানজিদা আফরোজ নওরিন, নুর নবী, মো. হাসান, জয়, মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি