প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইকিউএসির সভা

16

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর সঙ্গে বিভাগীয় সকল চেয়ারম্যান ও আইসিটি সেল এর সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট সকাল ১০টায় আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. তৌফিক সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর প্রফেসর এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর মোহাম্মদ ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও সোশ্যালজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক ড. সাদিকা সুলতানা চৌধুরী। আইসিটি সেল এর প্রধান হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সাহিদ মো. আসিফ ইকবাল এবং সদস্য হিসেবে সহকারী রেজিস্ট্রার কামরুল হাসান ও ডেপুটি প্রোগ্রামার সৌমেন চক্রবর্তী উপস্থিত ছিলেন। সভায় কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং প্রোগ্রাম পর্যায়ের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির আবেদনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করার জন্য আশু করণীয় নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশিত পন্থায় সকল কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার কাজ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুরু হতে যাওয়া একাডেমিক সেশন থেকে আউটকাম বেইসড শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গরূপে কার্যকর করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে সর্বাধুনিক এবং তথ্যবহুল করার ব্যাপারে আলোচনা করা হয়। এখন থেকে বিভাগগুলো এবং বিভাগগুলোর প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সঙ্গে আইকিউএসির নিয়মিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি