প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সাল শেক্সপিয়ার’

8

আজ ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত চার পর্বের অনলাইন লেকচার সিরিজ ‘ইউনিভার্সাল শেক্সপিয়ার’। বিখ্যাত ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫৭তম জন্মবার্ষিকীকে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ইংরেজি বিভাগের ফেসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে আজ শুক্রবার থেকে পরবর্তী আরও তিনটি শুক্রবার বিকেল ৪টায় সম্প্রচার করা হবে। প্রথম পর্বে সূচনা বক্তব্য দেবেন খ্যাতনামা শেক্সপিয়ার বিশেষজ্ঞ প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। পরবর্তী তিন পর্বে বিভাগে কর্মরত ১৫ জন শিক্ষক-শিক্ষিকা তাদের গবেষণামূলক বক্তব্যে নাট্যকার শেক্সপিয়ারকে পনেরো রকম আঙ্গিকে পরিবেশন করবেন। এছাড়াও বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা সনেট আবৃত্তি এবং শেক্সপিয়ারের নাটকের কিছু অংশ থেকে অভিনয় করবেস। জ্ঞানগর্ভ আলোচনা এবং বিনোদনের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ারের বিশ্বজনীনতা তুলে ধরার উদ্দেশ্যেই ‘ইউনিভার্সাল শেক্সপিয়ার’ শীর্ষক এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন। বিজ্ঞপ্তি