প্রাণে প্রাণ মিলাই

53

জীবন এখন থমকে আছে, থমকে আছে বিশ্ব
কিছু মানুষ থমকে গিয়ে, যাচ্ছে হয়ে নিঃস্ব।

কবে আবার আসবে সুদিন, কেউ তো জানে না
অকারণে বাইরে যেতে তাই তো আছে মানা।

কেমন করে জুটবে আহার, খোঁজ রাখে না কেউ
কুকুরগুলোও অনাহারে, করেছে ঘেউ ঘেউ।

ত্রাণের খোঁজে ঘুরছে গরিব, কেউবা করছে চুরি
এমন কথা শুনলে তখন, মাথায় পড়ে বাড়ি।

চোরে চোরে মাসতুতো ভাই, লজ্জা-শরম নাই
গলা সমান খাবার খেয়েও করে যে খাই খাই।

সময়মতো সঠিকভাবে জাকাত দিও ভাই
ধনী-গরিব সবাই মিলে প্রাণটাকে বাঁচাই।