‘প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই’

16

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারকরণে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ৩৫হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৪ জুন ডাক বাংলো মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব চারা বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপকি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
তিনি বলেন, দেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই। এনিয়ে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় রাউজানে এবারো ব্যাপকহারে গাছের চারা রোপন করা হচ্ছে। এ কর্মসূচী মৌসুমজুড়ে চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, নিয়াজ মোরশেদ ও আনোয়ারুল ইসলাম।