প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন

14

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। কারাভোগ করেছেন, একাধিকবার গৃহবন্দী ছিলেন। চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। মাদার অব হিউম্যানিটি,গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন ২৮ সেপ্টেম্বর আজমান নিউ স্পাইসি রেস্টুরেন্ট হলরুমে সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিআইপি ইব্রাহিম উসমান আফলাতুন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ সামাজিক সংস্কৃতি কেন্দ্র রাস আল খাইমা সভাপতি ড.আবুল ফজল, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জসিম মল্লিক,বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন,শারজা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক নিশাত জাহান চৌধুরী নিশু, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম,রাস আল খাইমা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক ফারদিন এহসান রাজু, সহ- সভাপতি আবু ছায়িদ, যুগ্ন সম্পাদক মানিক মির্জা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিক, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কাউচার, রবিন মির্জা প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।- ইউএই প্রতিনিধি

কাজেম আলী স্কুল এন্ড কলেজ


গত ২৯ সেপ্টেম্বর কাজেম আলী স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের দেওয়া শুভেচ্ছা বার্তা সম্বলিত দেয়ালিকা উদ্বোধন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব সানজিদা মোখতার তানজিন, অভিভাবক সদস্যগণ, সহকারী প্রধান শিক্ষক জনাব লুৎফুল কবির ভূঁইয়া, কলেজ কো-অর্ডিনেটর জনাব আকতার হোসেন সহ সকল শিক্ষক, প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করা হয়।

উত্তর জেলা ছাত্রলীগ


প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাহেদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়। বুধবার আনন্দ র‌্যালি শেষে কেক কেটে কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সৈকত দাশ, কৃষি সম্পাদক আরিফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন আরিফ, উপ ছাত্র বৃত্তি সম্পাদক মো. শাহীন, উপ-পাঠাগার সম্পাদক মো. নাঈম, জাফতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুষার প্রমুখ। বিজ্ঞপ্তি