প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

17

রাঙামাটি আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগও সহযোগি সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙামাটি বনরুপা বাজারে সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের (সাবেক) সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়য়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। বক্তারা বলেন, একটি মহল দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড থেকে সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে দেশরতœ ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ হুমকি দিচ্ছে। শেখ হাসিনার কিছু হলে দেশের মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তথা সহযোগি সংগঠন বসে থাকবে না। এই হত্যা ও হুমকির প্রতিবাদ জানান তারা। প্রতিবাদ সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গঁণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরুপা এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া আওয়ামী লীগ : সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক প্রতিবাদে সভা কেরানিহাটস্থ হক টাওয়ার চত্বরে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশ সোনার বাংলায় পরিনত হবে, কোন হুমকি দিয়ে তাঁকে থামানো যাবেনা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জননেত্রী শেখ হাসিনার জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করতে রাজী আছেন। দেশের মানুষের দোয়া ভালবাসার বিনিময়ে আল­াহ নেত্রীকে রক্ষা করবেন।
সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন শাহরিয়ার, তাপস কান্তি দত্ত, অ্যাডভোকেট শাহরিয়ার, নইমুল হক হারুন, মোসাদ হোসেন চৌধুরী, মাসুদ জাহাঙ্গীর, আসাদুজ্জামান জনি। কৃষক লীগ নেতা আবুল কালাম ডালু, নুর হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুচ, মাস্টার মহিউদ্দিন, রিদোয়ান উদ্দিন, নাসির উদ্দিন টিপু চেয়ারম্যান, মোর্শেদ আলম দুলু, সাইফুল ইসলাম , শহিদুল ইসলাম। যুবলীগ নেতা আবু ছালেহ, মহিউদ্দিন মিন্টু, আবুল কালাম, আমিনুল ইসলাম, কামাল উদ্দিন। ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন চৌধুরী, এহসান, রিয়াদ, রাসেল, এমরান প্রমুখ৷ প্রতিবাদ সভা শেষে একটি মিছিল কেরানিহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনোয়ারা যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে আনোয়ারা উপজেলা যুবলীগ। গতকাল সকাল এগারটায় কেইপিজেড গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কমিউনিটি সেন্টার এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবলীগের আহব্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগ্ম আহŸায়ক অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা নিজামুল হক, সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মো. আবছার, মো. রাশেদ, মো. ফোরকান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত বৈরাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক নঈমুদ্দিন, বারশ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাবেদ, সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ, রায়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া হান্নান, সাধারণ সম্পাদক মো. মুন্না, বারখাইন ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফরিদ, সাধারন সম্পাদক মো. কায়সার, আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি রানা মিত্র, সাধারণ সম্পাদক মো. কায়সার, চাতরী ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক ধণঞ্জয় বিশ্বাস ভোলাসহ উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের যুবলীগ নেতাকর্মীবৃন্দ। যুবলীগের আহব্বায়ক শওকত ওসমান বলেন, অনেক ছাড় দিয়েছি, আর নয়। আমাদের নেত্রীকে নিয়ে যারা দু:সাহস দেখাবে তাদেরকে প্রতিহত করবে যুবলীগ। দীর্ঘদিন ক্ষমতায় আছে বলে মনে করবেননা আমাদের সংগঠন ঝিমিয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগ যুবলীগের জন্ম। সুতরাং রাজপথে সংগ্রাম কীভাকে করতে হয় তা যুবলীগ জানে।