প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সভা

56

এম এ লতিফ এমপির উদ্যোগ
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ’র উদ্যোগে ছাত্রদল কর্তৃক প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এম এ লতিফ এমপি’র পক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাহবুবুল হক মিয়ার নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে মহানগর ও চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ৪ জুন সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রদক্ষিণ শেষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্মুখে প্রতিবাদ সমাবেশের রূপ নেয়।
প্রতিবাদ সমাবেশে আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাহবুবুল হক মিয়া। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান চৌধুরী, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার ও সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ’র সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, সহ-সম্পাদক মো. আরিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার হাসান, আওয়ামীলীগ নেতা মো. আক্তার হোসেন, সিরাজুল ইসরাম শাকিল, মো. শাকির, জাহিদ আলী, আনোয়ার আলী, যুবলীগ নেতা মো. হাসান উদ্দিন সোহেল, মো. জুয়েল, মো. শহীদ শেঠ, সালাউদ্দিন রনি, স্বাধীনতা নারী শক্তি পরিচালক আমেনা বেগম মিনা, অধ্যাপিকা বিবি মরিয়ম, শাহীনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা, সহকারী পরিচালক পারভিন আক্তার সোনিয়া, মোহছেনা আক্তার, এছাড়া আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

মহানগর যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৪ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগর যুবলীগের সংগঠক ও স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম দিদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. আরশাদ হোসেন, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল ইসলাম শিপন, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমাম, তানভীর আহাম্মেদ রিংকু, নঈম উদ্দিন খান, শহীদুর রহমান শহীদ, দিদারুল আলম দিদার, তাজউদ্দীন রিজভী, ফারুক চৌধুরী, এম.এ মান্নান শিমুল, জালাল আহাম্মেদ দুলাল, মাসুদ আকবরি, এস.এম নাছির, এ.এম মহিউদ্দিন, ইয়াসির আরাফাত, সুমন চৌধুরী, সাইফুল আলম লিমন, অ্যাড. কায়সার, আশোক দেব লিটন, অ্যাড. নজরুল, অ্যাড. আক্তারুজ্জামান রুমেল, ওয়াহেদ রাসেল, লুৎফুর রহমান জুয়েল, আব্দুল কাদের, আবু সুফিয়ান, সেলিম উদ্দিন মামুন, মামুনুর রশিদ মামুন, অ্যাড. ওসমান, গোলাম রসুল নিশান, অ্যাড. টিপু শীল জয়দেব, সাজ্জাদ সাকিল, জাহাঙ্গীর আলম, সাহেদ হোসেন টিটু, মো. মহসিন, শাহেদ মিজান, আতিকুর রহমান আতিক, মোস্তফা আমির, হাজী মনজুরুল আলম মঞ্জু, রবিউল হোসেন, পেয়ার মো. পেয়ারু, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, শাহাজান মিয়া প্রমুখ।

চকবাজার যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১৬নং চকবাজার ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ৪ জুন সকালে নগরীর চকবাজারস্থ অলিখাঁ মসজিদ মোড়ে অনুষ্ঠিত হয়। চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড যুবলীগ নেতা মো. মহিউদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. নূর মোস্তফা টিনু। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা রাজেশ ইমরান, গিয়াস সিদ্দিকী, বিপ্লব দে, নূর আলম নুরু, বিপ্লব বর্ধন, নাহিদুল ইসলাম জাবেদ, জিৎকর বাবু, ভুট্টা বাদশা, অভিক দাশগুপ্ত, মো. নাছির, মো. শামীম, হারুন রশীদ রুবেল, সাইফুল ইসলাম রুবেল, পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মো. আমির উদ্দীন, চকবাজার থানা যুবলীগ নেতা মো. রিদুওয়ান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বহির্বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তলাবিহীন ঝুড়ি থেকে দেশ উন্নয়নশীল দেশে যখন উন্নীত সেই মুহূর্তে ’৭৫ এর অপশক্তির দোসর বিএনপি-জামায়াত চক্র প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। কিন্তু যুবসমাজ হুমকিদাতা ও সন্ত্রাসীদের সমুচিত জবাব দেবে।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং আ’লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী আকবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ জুন জয় বাংলা চত্ত¡রে আয়োজিত সমাবেশে ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা এ কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্ব করেন। মাবুদ সওদাগরের সঞ্চালনায় প্রধান অতিথি আ.লীগ নেতা মোহাম্মদ আলী আকবর বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে বিএনপি। যা কখনো মেনে নেওয়া যাবে না। দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ নীল নকশাকে প্রতিহত করার আহব্বান জানান। বক্তব্য রাখেন মোহাম্মদ হারুন, মো. শাহাবুদ্দিন, শের মোহাম্মদ সরু, বাবুল দাস, নটরাজ গুপ্ত, মো, আবু, মো.শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ কুরবান, মোহাম্মদ ইউসুফ, সুমন দাস, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ পারভেজ, খোরশেদ আলম, মোহাম্মদ রাজু, মো. রনি, মানিক, মোহাম্মদ কায়সার, ছাত্রলীগ নেতা মো. জহির প্রমুখ। এর আগে এক বিক্ষোভ মিছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াতের কটূক্তি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দীনের উদ্যোগে ৪ জুন বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবনেতা তানভীর আহমেদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস,সদস্য ফজল আমিন, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবকলীগের সংগঠক শামশুদ্দিন বাদল, ইউনিট আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিমউদ্দীন পাটোয়ারী,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, জুয়েল, শাহজাহান, জাভেদ পাটোয়ারী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাল হোসেন সোহেল, গোলামুর রহমান মিশু, বায়েজিদ থানা যুবলীগ নেতা মো. মফিজ, বাপ্পী, গোলাম রসুল সাদ্দাম, ইউসুফ, হাবিব, এস এ ইমন, উজ্জ্বল, রাজীব, আকিব, আরমান, শুভ, সায়মন, ছোটন, করম আলী, রনি প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বায়েজিদ থানা আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে মোকাবেলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী অঙ্গীকারবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে অতীতের মতো যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় আমরা প্রস্তুত। আমাদের ঠিকানা রাজপথ,আমরা রাজপথেই সমস্ত দেশবিরোধী চক্রান্তের কঠিন জবাব দেবো।

]আওয়ামী পরিবার চট্টগ্রাম
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী পরিবার চট্টগ্রাম’র উদ্যোগে প্রতিবাদ সভা সংগঠন কার্যালয়ের থানা আওয়ামী লীগ সম্পাদকমÐলীর সদস্য বাবু দীপক ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সম্পাদকমÐলীর সদস্য ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন বলেন, স¤প্রতি ১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বিএনপি নেতাদের এমন শ্লোগান তাদের ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে। এসব শ্লোগান বন্ধ না করলে পরিনীতি খুবই ভয়াবহ হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে বিএনপি, যা কখনো মেনে নেওয়া যাবে না। দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির এ নীল নকশাকে প্রতিহত করার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মাস্টার জসিম উদ্দিন, এম.এ.সালাম, মো. সালাউদ্দিন, দীলিপ কান্তি রুদ্র, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এড. উজ্জ্বল, প্রকাশ জৈন, আবু বক্কর, উত্তম দাশ, আহমদ কবির, আব্দুর নুর আইয়ুব, যুবলীগ নেতা আফজাল হোসেন আজু, মাইনুল আলম,রায়হান হোসেন,শাওন দাশ, কোতোয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ওসমান তানজির ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৌরভ দেওয়ানজী, দেব জয় দে, পূজন দে, স্বপ্নীল দাশ, দীপ্ত বিশ্বাস, বাধন নন্দী, দেব রাজ দে প্রমুখ।

পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাহাত্তারপুল বøুমিং পার্ক চত্বরে ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইউনুছ কোম্পানির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য টুটুল ভট্টাচার্য, মো. আনোয়ার, অ্যাডভোকেট মোস্তফা নাজিম পাশা, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. সরোয়ার আলম। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবদুল জব্বার, তৌহিদুল ইসলাম সোহেল, মো. গোলাম আজম, জসিম সিকদার,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন,সাগর আলী,আহবায়ক কমিটির সদস্য ও মহানগর যুবলীগের সংগঠক অধ্যাপক সোলাইমান হোসেন রাজু, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া ও সা. সম্পাদক মো. হারুন, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রানা, যুগ্ম সম্পাদক ইলিয়াছ চৌধুরীসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি