প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে

8

 

চট্টগ্রামের পরিবেশ বাঁচলে ও কর্ণফুলী দূষণমুক্ত থাকলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে। দেশের অস্তিত্ব রক্ষায় ও চট্টগ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্ণফুলীকে বাঁচাতে হবে। সরকার নানাভাবে চেষ্টা করছে চট্টগ্রাম ও কর্ণফুলী প্রাণপ্রকৃতি ফিরিয়ে আনতে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা অজুহাত, উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে চট্টগ্রামের পরিবেশ ও কর্ণফুলী ধ্বংস হতে চলেছে, এটি হতে দেওয়া যায় না। তাই চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় ও কর্ণফুলীর দূষণ রোধে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আরো কঠোর হতে হবে।
পরিবেশ বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের তৃতীয় দিনের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর উপরোক্ত মন্তব্য করেন। গত ২৯ জানুয়ারি নগরীর স্টেশন রোড ও রেয়াজউদ্দিন বাজার এলাকায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং পলিথিনের ব্যবহার বন্ধ করুন”-এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ২০২২ কার্যক্রমের তৃতীয় দিনের সচেতনতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। প্রচার অভিযান ও লিফলেট বিতরণকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, পরিবেশবাদী সংগঠক ও শিল্পী মাসুদ রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, সংগঠনের সভাপতি ও ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাইনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্বপন বিশ্বাস, মো. কামরুল ইসলাম, মো. হাসান মুরাদ, সাথী কামাল, মো. নুর উদ্দিন, শেখ নজরুল ইসলাম মাহমুদ, মো. আসিফ ইকবাল, আঁচল চক্রবর্তী, মো. গোলাম মোস্তফা, সাথী কামাল, নাসরিন তমা, মো. হেলাল উদ্দিন মিয়া, মোহাম্মদ আইয়ুব, সমীরন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি