প্যারিসে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৪

25

ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্যাস বিস্ফোরণ ও তা থেকে সৃষ্ট অগ্নিকান্ডে অন্তত ২০ জন আহত হয়েছেন। দমকলবাহিনীর দুই কর্মীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিহতের সংখ্যার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিস্ফোরণের ফলে নাইনথ জেলার রুয়ে ডি রিভাইস এলাকায় বেশ কয়েকটি গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের পর ভেঙে যাওয়া গাড়ি ও ভবনের ধ্বংসস্তূপে রাস্তা ঢেকে যায়। একটি বেকারিতে আগুন লাগে। দোকানের সামনে দাঁড়ানো মানুষেরা বিস্ফোরণের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। অন্তত একটি ভবন থেকে আগুনের শিখা দেখা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্তানার। তিনি জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।