পোর্ট সিটি ইউনিভার্সিটিতে প্রামান্যচিত্র প্রতিযোগিতা

43

মহান ভাষা দিবস উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগ এর উদ্যোগে স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রতিযোগিতা-২০১৯ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সৃজনশীল এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.নূরুল আনোয়ার। প্রধান অতিথি বলেন শুধু পুথিগত পড়াশোনার মাধ্যমে প্রকৃত মেধার বিকাশ ঘটানো অসম্ভব। তাই সৃজনশীল কাজ করার প্রতি মোনযোগী হতে হবে এবং তারই ফলে তরুণ সমাজকে মাদকাসক্তসহ অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখা সম্ভব। ন্যাচারাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সৈয়দ এনায়েত করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. ফসিউল আলম, কলা অনুষদের ডিন মো.ইউনুসসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকারা। ন্যাচারাল সায়েন্স বিভাগের প্রভাষক আতাউস সামাদ রাজুর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ দলগত ভাবে তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শন করেন। শেষে বিজয়ীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির