পুজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা

43

 

কাপ্তাই :
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার গত ২ সেপ্টেম্বর দুর্গাপূজার মহা সপ্তমীতে কাপ্তাইয়ের রাইখালী শ্রী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির, শীলছড়ি পূজা মন্ডপ, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য বিপুল ত্রিপুরা, দীপ্তিময় তালুকদার, ইলিপন চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিপ কান্তি দাশ, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, পূজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক প্রমুখ।

খাগড়াছড়ি :
পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, তাই সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি বজায় রাখতে সরকারকে সহযোগিতা করছে। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। এসময় পূজা বাস্তবায়ন কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এবার রিজিয়নের আওতাধীন বিভিন্ন মন্ডপে দুই লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলেও জানান রিজিয়ন কমান্ডার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রিজিয়নের মেজর মো. আহসান উজ জামান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ প্রমুখ।

বোয়ালখালী :
বোয়ালখালী উপজেলার উত্তরভূর্ষিস্থ শহীদ মতিলাল সংঘ দুর্গা বাড়ি প্রাঙ্গণে দুর্গোৎসব উপলক্ষে গত ১ অক্টোবর বস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগ নেতা বিজয় কিষান চৌধুরী। তিনি বোয়ালখালী উপজেলার ৯২টি পূজা মন্ডপে বস্ত্র বিতরণ করেন। বস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরুপম দাশগুপ্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বিশুরাম বসু, রতন কুমার চৌধুরী, কাউন্সিলর সুনীল ঘোষ, মৃদুল চৌধুরী, অজিত বিশ্বাস, বিধান রক্ষিত, রাণা রক্ষিত, কুমকুম দাশ, উজ্জ্বল কুমার চন্দ, নবজিৎ চৌধুরী, অমিত লালা, সাগর চৌধুরী, সুমন তালুকদার, আশুতোষ চৌধুরী প্রমুখ।

পটিয়া :
পটিয়া উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সাথে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গত রবিবার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউছুফ খান, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব মো. নজরুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষযক সম্পাদক আবদুল কাদের, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ, সাধারণ সম্পাদক নয়ন শর্মা, শারদীয়া দূর্গা পূজা মনিটরিং সেলের সদস্য শিশির মিত্র, বিশ্বজিৎ দাশ, পটিয়া উপজেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক কাজল চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী টিংকু, রাজীব সেন, মহিলা সম্পাদিকা শিল্পী মিত্র, মেম্বার উত্তম দে, মিঠু চৌধুরী, মিথুন দাশ প্রমুখ।

ফরহাদাবাদ পশ্চিম শীলপাড়া পূজামন্ডপ :
ফরহাদাবাদ পশ্চিম শীলপাড়া পূজা মন্ডপের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান শুভ দাশের সভাপতিত্বে ইমন শীলের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ। উদ্বোধক ছিলেন পন্ডিত সূনীতি বিকাশ আচার্য। প্রধান আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন। আলোকিত অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক সুজন তালুকদার। মহান অতিথি ছিলেন বিজয় দত্ত। সংবধিত অতিথি ছিলেন রাজীব শীল। বিশেষ অতিথি ছিলেন অরুণ চন্দ্র দে, উজ্জ্বল দে, কৃষ্ণ বনিক, ডা. রাসেল নন্দী, পলাশ দে, লিটন নাথ, পংকজ হাজারী, খোকন শীল, ছোটন শীল, কাজল শীল, তপন গোস্বামী, রিপন দাশ প্রমুখ।